যারা
নতুন করে জানতে শুরু করছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যাপারটা তাদের কাছে
হয়তো আপাতদৃষ্টিতে একে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু বিষয়টা মোটেও এমন না।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিতান্তই সময়সাপেক্ষ ব্যাপার আর এর কোন বাঁধাধরা
নিয়ম নেই যা ফলো করলেই কোন ওয়েবসাইট সার্চ ইঞ্জিন এ প্রথমে চলে আসবে।
কম্পিটিশন
অনেক, আপনি কখনোই হাইলি কম্পিটিটিভ কোন কিওয়ার্ডে প্রথম সারিতে আসতে
পারবেন না, আপনি যতই চেষ্টা করুন, সারা বছর সাধনা করুন কিন্তু এমন কিছুই
করতে পারবেন না যাতে করে সার্চ ইঞ্জিনে “Google”
সার্চ করলে গুগল বিষয়ক আপনার কোন ওয়েবসাইট প্রথমে আসবে, এমনটা সম্ভব
নয়। বিষয়টা এমন যে আপনি সারাবছর দৌড়াবেন, প্র্যাকটিস করবেন , কিন্তু
উসাইন বোল্টের সাথে আপনাকে ট্র্যাকে নামিয়ে দিলে আপনাকে হারতেই হবে।
তবে
চেষ্টা করলে মোটামোটি কম্পিটিটিভ কিওয়ার্ডে প্রথম সারিতে অবস্থান করে
নেয়া সম্ভব।আর লো কম্পিটিশন এর কিওয়ার্ডগুলোতে প্রথমে অবস্থান করে নেয়া
সবচেয়ে সহজ। সবমিলিয়ে ব্যাপারটা এমন, যে বিষয়ে এসইও করা হবে তা আয়ত্তের
মধ্যে থাকা আবশ্যক আর যথেষ্ট সময় দিয়ে কষ্ট করতে হবে অনেক, তবেই সার্চ
ইঞ্জিন অপটিমাইজেশন সম্ভব, নয়তো না।
আপনি যদি বুঝতে পারেন বিষয়টা ঠিকমতো তাহলে আপনার কাছে সহজ লাগলেও লাগতে পারে, আর না বুঝলে অনেক কঠিন সাব্যস্ত হতে পারে।
<!--[if gte mso 9]><xml>
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
</xml><![endif]--><!--[if gte mso 9]><xml>
</xml><![endif]--><!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
</style>
<![endif]-->সম্পূর্ণ কোর্স কারিকুলাম দেখতে নিচে স্ক্রোল (Scroll) করুন।
Write a public review